কাহালু সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৬:৪৩ অপরাহ্ণ ॥ মার্চ ১৯, ২০২৩
কাহালু সাব-রেজিষ্ট্রি অফিসের ৬৪ জন সনদ ধারী দলিল লেখকদের নিয়ে,গত রোববার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশলা সা-রেজিষ্ট্রি অফিসে অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা সাব-রেজিষ্ট্রার সোলায়মান আলীর সভাপতিত্বে, প্রশিক্ষণ কর্মশলায় প্রধান অতিথি উপস্থিত থেকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ লালু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ এস এম শহিদুল আলম সুলতানসহ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।