সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের ৪টি শিখন কেন্দ্রে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন ছিল।
শুক্রবার সৈয়দপুর পৌর শহরে প্রকল্পের আওতায় হাতি খানা ক্যাম্প এলাকায় স্বপ্নসিঁড়ি ডাম, মুন্সিপাড়া এলাকায় উদয়ন ডাম, কয়া মিস্ত্রিপাড়া এলাকায় আশার আলো ডাম ও বাঁশবাড়ি এলাকায় ধ্রুবতারা ডাম ইউসিএলসিতে এর আয়োজন।
চারটি শিখন কেন্দ্রে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা সভায় শিখন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিক্যাল অফিসার বিল্লাল হোসেন, সুপারভাইজার মৃত্যুঞ্জিৎ কুমার সরকার, আকাইদ মোল্লা, শিরিন আক্তার ও কালচারাল ইন্সট্রাক্টর অলিরাজ রেজা প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।