নীলফামারীর সৈয়দপুরে অনলাইন শপ হোম বিডি বাজার লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ মার্চ শহরের বাইপাস মহাসড়ক নিয়ামতপুরে ওই শপের উদ্বোধন করেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও জেলা ফিলিং স্টেশন এসোসিয়েশনের সভাপতি মোঃ আকতার হোসেন স্বপন।
এ সময় প্রধান মেহমান ছিলেন ইবিডি বাজার লিমিটেড এর চেয়ারম্যান এয়াকুব বাদশা। বিশেষ অতিথির বক্তব্য বলেন ইবিডি বাজার লিমিটেড ও মেম্বার ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ইক্যাব) এর সিইও জেসমিন খান চাঁদনী।
সভায় সভাপতিত্ব করেন শপ হোম বিডির সিইও ইকবাল খান।
বক্তারা বলেন,এটির মাধ্যমে আমরা গ্রাহকের দোঁড় গোড়ায় পণ্য পৌঁছে দেব। আমাদের প্রায় ১৮ টি পণ্য অনলাইনের মাধ্যমে ক্রেতারা অত্যন্ত সহজে বাসায় বসে থেকে পাবেন। গ্যাস থেকে শুরু করে খাদ্য জাতীয়সহ নানান পণ্য পেতে পারেন আমাদের মাধ্যমে। আর এ কাজে সহযোগিতা করবেন আমাদের কোম্পানির সদস্যরা। গুনগত মান বজায় রেখে আমরা মানুষের সেবা দিতে চাই। তাই আমাদের নতুন এ উদ্যোগ। আশা করি আপনারা নিরাশ হবেন না।