স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পঞ্চগড়ে দুস্থ, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
গত শুক্রবার বিকেলে পঞ্চগড় এরিয়া অফিসের উদ্যোগে সদর উপজেলা অফিস চত্বরে দুই শতাধিক শিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা। খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এসময় রিক দিনাজপুর জোনের জেনারেল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, শেখ আজিম হোসেন (অডিট), পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক শামীমসহ সংস্থার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #