ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বঙ্গবন্ধুর আদর্শ চেতনায় ধারন করে সকলকে কাজ করতে হবেঃ নাটোরে এমপি বকুল

নাটোর প্রতিনিধি।। || ৭:৫৭ অপরাহ্ণ ॥ মার্চ ১৭, ২০২৩

সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এই উপলক্ষে আজ শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, কেক কাটা, পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি’রা ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সংসদ সদস্য বকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না৷ দেশের প্রত্যেকটি মানুষ বঙ্গবন্ধুর অবদানের কাছে ঋণী। বঙ্গবন্ধুর আদর্শ চেতনায় ধারন করে সকলকে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক