পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্য(পক্ষে), মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, লোনা পানি গবেষণা কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লীবিদ্যুৎ সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্স্যাল এডাস স্কুল ও বর্ণমালা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, কেক কাটা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার ফারুক সরদার, সহকারী কমিশনার ভ‚মি আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ দে, খালেকুজ্জামান, শিক্ষক রতেœশ^র সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী সাজেদুর রহমান ও হিতৈষী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
পাইকগাছা পৌরসভা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাইকগাছা পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভা মাঠে মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, ইঞ্জিনিয়ার আলহাজ¦ মাহবুবুুল আলম, ড. শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবার মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আওয়ামীলীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল মজুমদার, যুবলীগ নেতা এস এম শামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রনব কান্তি মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার। অনুষ্ঠানে জন্মবার্ষিকী পালনের জন্য ১০৩ পাউন্ডের কেক প্রদান করেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ শেখ রাশেদুল ইসলাম রাসেল।