পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে শুক্রবার সকালে সার্কিট হাউজ চত্বরে জাতির পিতার ম্যুরালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সসম্রাট , জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও মনিরা পারভীন, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামীলীদের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন প্রমূখ।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা শিশু একাডেমি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত রচনা, চিত্রাংকন, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।