ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

খাগড়াছড়িতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

শংকর চৌধুরী.খাগড়াছড়ি\ || ১১:২৪ অপরাহ্ণ ॥ মার্চ ১৭, ২০২৩

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে শহরের শিশু একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্কুল ও শিশু একাডেমির ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জম্মদিনের কেক কাটেন, ভারত প্রত্যাগত শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম সেবা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র মূখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।

পরে, জেলা শিল্পকলা ও শিশু একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময়, খাগড়াছড়ি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়, দিবসটির উদযাপনের আনুষ্ঠানিকতা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বিশ^ নন্দিত জননেত্রী শেখ হাসিনা। সারাদেশে যে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে তা অব্যাহত রেখে আরো তরান্বিত করতে আবারো আমাদের সকলকে নৌকায় ভোট দিয়ে হবে এবং দেশের স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাতের সকলপ্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।

এ সময়, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, কল্যাণ মিত্র বড়ুয়া, সমীর দত্ত চাকমা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, যুগ্ম-সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, শাহিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, সাবেক ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমাসহ সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীরা গৃহিত কর্মসূচিতে এতে অংশ নেন।

এছাড়াও, দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ সুপার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী, পৌরসভা থেকে শুরু করে সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উপযাপন করেছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com