শ্রীমঙ্গলে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:৫৫ অপরাহ্ণ ॥ মার্চ ১৬, ২০২৩
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনু্ষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, প্রধান নির্বাচন কমিশনার নোমান আহমদ সিদ্দিকী, সদস্য সচিব আবু তাহের শাহেদ গাজী প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠান পরিবেশন করে স্হানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীরা।