ভালুকায় এম.এ.ওয়াহেদ কর্তৃক অনুদানের চেক বিতরণ
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ৮:০৭ অপরাহ্ণ ॥ মার্চ ১৬, ২০২৩
ময়মনসিংহের ভালুকায় উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও সামাজিক অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সদস্য ও আন্তর্জাতিক ব্যবসায়ী আলহাজ্ব এম এ ওয়াহেদ তাঁর নিজস্ব তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন।
বৃহস্পতিবার আঙ্গারগাড়া নিজ বাসভবনে ২০টি মসজিদ মাদরাসার প্রতিনিধিদের হাতে ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন তিনি।
প্রতিষ্ঠান গুলো হলো ভাটি কাতলামারী মসজিদ ও মাদ্রাসা, ডাকাতিয়া আজহার মোড় মসজিদ, নয়াপাড়া উত্তর পাড়া মসজিদ, সিংলাপাড়া রশীদ মেম্বার মোড় মসজিদ,আখালিয়া ফরেস্ট মসজিদ ও মাদ্রাসা, ঢালুয়া চৌরাস্তা মসজিদ, ছিটাল বাজার মাদ্রাসা, মহিষ গড়া মসজিদ, দেবরাজ বাজার ধর্মসভা,দুদু মেম্বার মসজিদ, সোনাখালী বাজার মসজিদ, সামালিয়া পাড়া মসজিদ, সোনাখালি পশ্চিম পাড়া মসজিদ, হাজীর বাজার, বাছাতুন নেছা মহিলা মাদ্রাসা, মেদুয়ারি মসজিদ মাদ্রাসা,
ডুমনীঘাট মন্দির, গিলারচালা, নাটক,আংগারগাড়া দক্ষিণ পাড়া নতুন বাজার নাটক, তামাট মুক্তার মেম্বার বাড়ি ওরশ,হামিদ দেওয়ানের ওরশ।
এসময় ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।