টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসাইল পাইলট উচ্চ বিদ্যালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বাসাইল পাইলট স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।
এতে বাসাইল পাইলট উচ্চ বিদ্যালের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর গফুর মিয়া বীর প্রতিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান সাহাদত হোসেন খান,সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাষ্টার, উপজেলা বিএনপির সহ সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা ,উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন খান নবু,বাসাইল গোবিন্দ বালক উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজেদ আলী খানশুর,হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আবু হানিফ মিয়া,
৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর রহমান ভূইয়া জুয়েল,ম্যানেজিং কমিটির সদস্য মজনু,রিপন, কামরুজ্জামান, বাসাইল পাইলট উচ্চ ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ।
শেষে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।