নাটোরে বাস চাপায় মোটারসাইকেল চালক নিহত
নাটোর প্রতিনিধি || ১১:৩২ পূর্বাহ্ণ ॥ মার্চ ১৬, ২০২৩
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটারসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর -বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটি রাস্তার ধারের খাদে পড়ে যায় তবে বাসের কোন যাত্রী হতাহত হয়নি।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।