বাসাইলে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার
মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধি: || ৩:৩৬ অপরাহ্ণ ॥ মার্চ ১৫, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কুমারজানীর গাজীভাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি টাঙ্গাইল সদর উপজেলার বিল বোয়ালী গ্রামের জুলহাস মিয়া।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, গাজীভাঙ্গা এলাকার লোকজন রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পাওয়া পর ডাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুিত চলছে।