বগুড়ার কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান,গত বুধবার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই টিসি) নিলুফা ইয়াছমিন। কাহালু উপজেলা নির্বাহী অফিসার অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি মেরিনা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম,সমাজ সেবা অফিসার জাহিদ হাসান রাসেল, বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম,কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনূস আলী,সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনসহ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।