পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট, বিআরটিএসহ সরকারি দপ্তরের সেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফোরডি প্রজেক্টের আওতায় ওই গণশুনানির আয়োজন করে পঞ্চগড় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে অংশীজন, কমিউনিটি গ্রæপ, সুশীল সমাজ, শিক্ষক, সিএইচসিপি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গণশুনাীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
ডিপিএফ পঞ্চগড়’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও ডিডিএফ’র সদস্য সচিব আকতারুন নাহার সাকীর সঞ্চালনায় গণশুনানীতে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, পিফোরডি প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রেহেনা বেগম বক্তব্য দেন। এ সময় তারা কমিউনিটি ক্লিনিক, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *