নাটোরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসুটির উদ্ধোধন

স্মার্ট বাংলাদেশ বির্ণিমাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসুটির উদ্ধোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে ২ শতাধিক লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রথম দিনে এইসব লাইসেন্স প্রত্যাশীদের ফিঙ্গার ও পরীক্ষা নেয়া হয়।
বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক এফ.এইচ.এম মঈদুর রহমান জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেবার ফলে সেবাপ্রত্যাশীদের সময় বেঁচে যাচ্ছে। এছাড়া লাইসেন্স কার্ড প্রস্তুত হলে তা ডাকযোগে গ্রহকদের বাড়িতে পৌঁছে যাবে। এর ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালদের দৌরাত্ম্য কমে আসবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক শরিফুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক সাদাকাতুল বারীসহ অন্যান্যরা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *