ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ছাত্রজীবন হল গড়ে ওঠার জীবন-এমপি আব্দুল আজিজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ || ৮:২২ অপরাহ্ণ ॥ মার্চ ১৫, ২০২৩

ছাত্রজীবন হল গড়ে ওঠার জীবন। শৈশব থেকে কৈশাের এবং আরও পরে কৈশাের থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত প্রসারিত সময়টির প্রায় সবটাই জুড়ে থাকে ছাত্রজীবন। খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে , তাই আমাদের শিক্ষার্থীদেরও পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে প্রধান অতিথি হিসেবে এমনই বক্তব্য রাখলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ।

তিনি আরো বলেন-আজকের শিক্ষার্থীরাই একদিন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে । প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা এর ফলে বদলে গেছে বাংলাদেশ । নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত যেমন বদলে যাচ্ছে বিশ্ব, সেই হাওয়া বাংলাদেশেও লেগেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দেন। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি।

শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ -এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

১৫ মার্চ বুধবার সকালে তাড়াশ ইসলামী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার , সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাকোয়াৎ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফজলুল রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক