ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে কোরআন অবমাননাকারী সনাতন ধর্মাবলম্বি যুবক গ্রেফতার

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৫:১৮ অপরাহ্ণ ॥ মার্চ ১৪, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র কোরআন অবমাননাকারী সনাতন ধর্মাবলম্বি রুপককে অবশেষ গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
১৩ মার্চ রাতে ওই হিন্দু যুবককে গ্রেফতার করা হয়।
জানা যায়, কয়েকদিন পুর্বে সৈয়দপুর শহরের পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড কয়া মিস্ত্রীপাড়ার সনাতন ধর্মাবলম্বি রুপক একজন থাইগেম খেলোয়ার। মোবাইলে সে নিয়মিত থাই গেম খেলতো। হঠাৎ করে ওই যুবক তার ফেসবুক আইডিতে পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও দেখে মুসলমান ধর্মাবলম্বির মধ্যে সৃষ্টি হয় ক্ষোভের। ঘটনা ভিন্ন খাতে যেতে পারে এমন আঁচ করতে পেরে ওই যুবক গা ঢাকা দেয়। বিষয়টি জানতে পেরে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন ও বগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান তদন্তে যান যুবকের বাসায়। কিন্তু তার আগেই যুবক পালিয়ে যায়।
রাতে ওই এলাকায় বিরাজ করে থমথমে অবস্থা।
শান্তি শৃংখলা রক্ষায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ।
এক পর্যায় ওই যুবকের পরিবারকে দেয়া হয় প্রশাসনিক চাপ। পরে পরিবারের সহযোগিতায় রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান,ওই যুবককে ওইদিনই আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: