শ্রীমঙ্গলে ৬১৬ জন চা-শ্রমিককে ৫ হাজার করে ৩১ লাখ টাকার অনুদানের চেক বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ২:০০ অপরাহ্ণ ॥ মার্চ ১৪, ২০২৩
শ্রীমঙ্গলে সমাজকল্যান মন্ত্রনালয়ের অন্তর্গত জাতীয় সমাজকল্যান কমিটির অর্থায়নে চা-শ্রমিকদেরকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন কর্মসুচির উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী।
প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলার ৪১ টি চা-বাগানের ৬১৬ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে এককালীন ৩০ লাখ ৮০ হাজার টাকা বিতরন করা হয়।