শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত

পটুয়াখালীর বাউফলে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে বেসরকারি স্কুল ও কলেজ গুলোতে তিন ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রয়েছে । আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় দিনের মত ওই কর্মসূচী পালন করছেন বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এম.পি.ও ভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশি মহাজোট নামে একটি ব্যানারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রæয়ারী থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সকল বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা। ওই ঘোষণা মোতাবেক মঙ্গলবার তৃতীয় দিনের মত ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়,আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়,বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়য়,কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়য়,বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়,কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়,ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ,কালিশুরী ডিগ্রী কলেজ ,নওমালা ডিগ্রী কলেজসহ অর্ধশত স্কুল ও কলেজে ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে। এ সময়ে কোমলমতি শিক্ষার্থীরাও শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে অংশ গ্রহন করে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *