ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের বড়াইগ্রামে দু’টি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় বাস দু’টির অন্তত ২০ যাত্রি আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বেলা ১২টার দিকে বনপাড়া-হাচিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের সাথে ও সিরাজগঞ্জগামী রত্ন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস দু’টি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারে নিচে পড়ে যায়। এতে রত্না পরিবহনের অজ্ঞাত এক যাত্রি নিহত হয়। পরে পুলিশ ও ফায়ার স্টেশন কমর্ীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে।
দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক