ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

চাটখিলে অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

মোহাম্মদ আমান উল্যা:চাটখিল || ৪:৩৬ অপরাহ্ণ ॥ মার্চ ১৪, ২০২৩

আসন্ন পবিত্র মাহে রমজানে স্বাস্থ্য সম্মত ইফতার, খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসন অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে।

উপজেলা পরিষদ মিলয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপত্বিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট উজ্জল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাম সমাদ্দার, জেলা ভোক্তা অধিকার আদায়ের মাকেটিং অফিসার বিজয় কুমার দাস, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, উপজেলা জামে মসজিদ খতিব মুফতি আবুল কালাম আজাদ, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান মন্টু, বাজার ব্যবসায়ী আবুল কেশিম, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, নোমান ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া মাহে রমজানে স্বাস্থ্য সম্মত ইফতার, খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বক্তব্যে বলেন, সকল ব্যবসায় প্রতিষ্ঠানে অবশ্যই মূল্য তালিকা থাকতে হবে, ভোক্তাগণ বাজার থেকে ডিম ক্রয় করার পর ধুয়ে ফ্রিজে রাখবেন, বিভিন্ন ফলমূল খাওয়ার আগে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, খাবার তৈরিতে পোড়া তেল ও অস্বাস্থ্যকর পানি ব্যবহার করবেন না। প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে খাবারে কালার করা হয় সেটা যেন ফুড গ্রেডের হয়। সব ধরনের খাবার ঢেকে রাখতে হবে এটা বাধ্যতামূলক। খাবার সরবরাহের ক্ষেত্রে নিউজ পেপারের করে খাবার দেওয়া যাবে না কারণ নিউজ পেপারের কালি খুবই বিষাক্ত। ক্রয়ের বিষয়ে পাকা রশিদ থাকতে হবে নতুবা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক