কাহালুতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ || ১০:৪৬ অপরাহ্ণ ॥ মার্চ ১৪, ২০২৩
বগুড়ার কাহালুতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কাহালু উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু – নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ হাসান আলী মোল্লা, উপজেলা নির্বাচন জিন্নাত আরা জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান, উপজেলা জাসদের সভাপতি আশারাফ আলী আজাদ, উপ সহকারি কৃষি অফিসার তপন বাবু, উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম তানসেন উপজেলা চত্বরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এমপি রেজাউল করিম তানসেন র্যালিসহকারে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ও মেলায় স্থান পাওয়া ১১ টি স্টল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার গন উপস্থিত ছিলেন।