রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১৩ মার্চ) সকালে ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না ,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি তদন্ত মহসীন আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,পল্লী বিদ্যুৎ জিএম নেজামুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক সভাপতি কুসমত আলী। এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

এসময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, গণহত্যা ও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মুক্তিযোদ্ধা ভবন সজ্জিতকরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *