ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে

নড়াইলে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি : || ৩:২৪ অপরাহ্ণ ॥ মার্চ ১৩, ২০২৩

নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আসা সহ¯্রাধিক শিক্ষকের অংশগ্রহণে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল চত্বর থেকে বিশাল একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে পুনরায় বিক্ষোভ মিছিল সহকারে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।
মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের দাবি-দাওয়ার আদায়ের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রæব কুমার ভদ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুরাদ হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোবাশে^র হোসেন, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন,তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল,কেডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন দাস,চাচড়া এনইউবি মাদ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুÐরিক বিশ্বাস প্রমুখ। বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ১দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক