ঢাকা বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় ভ্যান চালকের কারাদন্ড

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি: || ৭:৫৭ অপরাহ্ণ ॥ মার্চ ১৩, ২০২৩

নড়াইলে কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় ভ্যান চালক সুকদেব বিশ্বাস (২৩) কে ১শ টাকা জরিমানা ও ২৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সুকদেব বিশ্বাস নড়াইল সদর উপজেলার নিরালী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুমা বিশ্বাস বিকেলের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় আসলে তাকে ইভটিজিং করে পূর্ব পরিচিত ভ্যান চালক সুকদেব বিশ্বাস। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নড়াইল সদর থানার এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সেলিম আহম্মেদ এর নিকট ছাত্রীকে ইভটিজিং ও গাঁজা সেবনের কথা স্বিকার করে বক্তব্য দেয় বখাটে ভ্যান চালক সুকদেব। পাশে দাঁড়িয়ে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী এ ঘটনার সাক্ষ্য দেন। অভিযোগকারি ছাত্রী সুমা বিশ্বাস জানায় বখাটে ভ্যান চালক সুকদেব প্রায়ই তাকে উত্যক্ত করে। পথে দেখলেই প্রেম,ভালোবাসা ও বিয়ের প্রস্তাব দেয়। একই ভাবে রোবার বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় তাকে উত্যক্ত করে এবং তার হাতে থাকা আইসক্রীম ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। প্রকাশ্যে সকলের সামনে বখাটে সুকদেব বলতে থাকেসে সুমাকে ভালোবাসে। ভুক্তভোগি ছাত্রী সুমা বিশ্বাস ও তার মায়ের বক্তব্য,প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অভিযুক্ত সুকদেব বিশ্বাসের দায় স্বিকারোক্তির পর নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম আহম্মেদ তাকে ১শ টাকা জরিমানা ও ২৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। রায় শোনার পর সেখানে উপস্থিত ভুক্তভোগি ছাত্রী সুমা বিশ্বাস ও তার মা, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু সহ অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: