কাহালুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হারুনুর রশিদ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৯:১৬ অপরাহ্ণ ॥ মার্চ ১৩, ২০২৩
মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা। এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাহালু উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে কাজী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ,আর,সি ইন্সস্ট্রাকটর মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা রহমান, শামিম হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি প্রমূখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহি ব্যক্তিগন উপস্থিত ছিলেন।