শ্রীমঙ্গলের ভাড়াউড়া স: প্রা: বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ শ্রেষ্ঠ স্কুলের পদক পেলো শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপুর্ন অবদানের স্বীকৃতিস্বরুপ ভাড়াউড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষাপদক ২০১৯-এ ভূষিত হয়।

এছাড়াও ঝরে পরার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

আজ রবিবার ঢাকায় জাতীয় শিক্ষা পদক বিতরন অনু্ষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি’র কাছ থেকে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব শিক্ষা পদক গ্রহন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্হিত ছিলেন।

প্রসঙ্গত: ঝরে পরার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় এ স্কুলটি ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *