মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দিনব্যাপি অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু। শনিবার (১১ মার্চ ) সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম (জলিরপাড়) বাজারে,জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গ্রামে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে সরকারি খাস খতিয়ানের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা সেমিপাকা ঘর ও দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু গণমাধ্যম কর্মীদের জানান,আমি মুকসুদপুর উপজেলায় যোগদানের পর থেকে দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি সরকারের খাস জায়গায় অবৈধভাবে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে যাচ্ছি। আগামীতেও এ কাজ চলমান থাকবে।
অভিযানের সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ প্রমুখ উপস্থিত ছিলেন