বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি পঞ্চগড় জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আলিউল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের সচিব হারুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের সচিবরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রবিউল হক ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য আলিউল ইসলাম বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তেঁতুলিয়া উপজেলায় ইউপি ক্যাশলেস সেবা সিস্টেম চালুতে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন।