নাটোর রাজবাড়ির অভ্যন্তরে অস্থায়ী দোকানে আগুন
নাটোর প্রতিনিধি।। || ১১:২২ অপরাহ্ণ ॥ মার্চ ১২, ২০২৩
নাটোর রাজবাড়ীর অভ্যন্তরে আগুনে পুড়ে গেছে পাঁচটি অস্থায়ী দোকান। আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে নাটোর রাজবাড়ির আনন্দ কালী মন্দিরের পাশে অস্থায়ীভাবে স্থাপন করা বিভিন্ন পণ্যের দোকানে হঠাৎ আগুন লাগে। এতে করে আগুনে ৫টা দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সূত্র ধারণা করছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।