দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে। পুলিশ, র‍্যাবসহ সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। তাই দেশ এগিয়ে চলছে।

রোবরাব দুপুরে জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের পলাশগড় এলাকায় রিগ্রেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর রিগ্রেশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপি, ধর্ম
প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি,জেলা প্রশাসক সাবুশ্রী রায় সহ আরো অনেকে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে জামালপুর রিগ্রেশন ক্লাবের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *