পটুয়াখালীর বাউফলে দাশডাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে দাশপাড়া খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
দাশপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতিকুর রহমান মোহনের উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হান সাকিব,উপজেলা আ’লীগের সহ:সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু,উপজেলা আ’লীগের সহ:সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া,অ্যাড,মফিজুর রহমান,সিনিয়র যুগ্ন সম্পাদক আনিচুর রহমান,যুগ্ন সম্পাদক ও পৌর আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ,সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ,নওমালা উইপির চেয়ারম্যান অ্যাড.কামাল হোসেন বিশ^াস প্রমুখ।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ কর্মীদের উদ্দেশ্যে বলেন,সকল নেতা কর্মীদের সব কিছু ভুলে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদে নির্বাচনে নৌকার মার্কার প্রার্থীকে বিজয় করতে হবে। দীর্ঘদিন পর ইউনিয়ন আ’লীগের কর্মী সমাবেশ হওয়ায় নেতামর্কীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃুষ্টি হয়েছে।