নাটোরের লালপুরে শ্যালো চালিত ট্রলির চাপায় মোটরসাইকেলের অজ্ঞাত এক আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টা দিকে উপজেলার ধুপইল এলাকায় এঘটনা ঘটে।
লালপুর ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্ত আব্দুর রহিম জানায়, সকালে উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে একটি শ্যালো চালিত ট্রলি দয়রামপুর যাওয়ার সময় ধুপইল এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আরোহি মারা যায়। পরে মোটাসাইকের ও শ্যালো চালিত ট্রলিটি আটক করে ফাঁিড়তে নিয়ে যায় পুলিশ।