সৈয়দপুরে ২৪ প্রহরব্যাপী অষ্টকালীন লীলাকীর্ত্তন
ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৫:৫৮ অপরাহ্ণ ॥ মার্চ ১০, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান ও অষ্টকালীন লীলাকীর্ত্তন আয়োজন করা হয়। সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান কুন্দল এলাকায় ওই অনুষ্ঠানের আয়োজন। এটির আয়োজন করেন সৈয়দপুর মহানামযজ্ঞ পরিযদ।
মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ৭ মার্চ শুভ অধিবাস। ৮ মার্চ শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান। ১০ মার্চ শ্রী শ্রী রাঁধা কৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন। ১১ মার্চ শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ।
সৈয়দপুর মহানামযজ্ঞ পরিষদের সভাপতি প্রফুল্ল্য চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বিকাশ পোদ্দার জানান, নাম সুধা পরিবেশন করবে ডোমারের নিত্যযুগল সম্প্রদায়। রানীরবন্দরের পাগল সম্প্রদায়। দিনাজপুরের রাই রমন সম্প্রদায়।কাহারোলের নবরঞ্জন সম্প্রদায়।জলঢাকার বীণাপানি সম্প্রদায় ও বীরগঞ্জের মানব মুক্তি সম্প্রদায়।
অষ্টকালীন লীলাকীত্তণ পরিবেশন করবে ভারত কলকাতার রাইকিশোরী সরকার,ভারতের উত্তর ২৪ পরগণার অনুরাধা মল্লিক,ঢাকার মহাদেব ঘোষ ও লালমনিরহাটের রত্না রানী রায়। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় সন্ধ্যা আরতি দেয়া হয়।
এতে প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন নীলফামারী ৩২৩, সংরক্ষিত নারী আসন-২৩ এর এমপি রাবেয়া আলীম। নীলফামারী – ৪ সৈয়দপুর- কিশোরগঞ্জ আসনের এম পি আহসান আদেলুর রহমান আদেল। ববিতা রানী সরকার ও আব্দুল আলীম।