শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১১:৫৮ পূর্বাহ্ণ ॥ মার্চ ১০, ২০২৩
‘স্মার্ট বাংলাদশের প্রাত্যয়, দুর্যোগ প্রস্তুুতি সবসময়’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস-২০২৩ নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু তাহের প্রমুখ।