ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানকে বই কিনে দিল স্বেচ্ছাসেবি সংগঠন

ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ২:১১ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে পুড়ে যায় ৫ পরিবারের সর্বস্ব। তার মধ্যে পুড়ে যায় একদশ শ্রেণীর শিক্ষার্থী ইরাম এর বই পত্র।
সামনে ছিল তার পরীক্ষা। তাছাড়া আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় সে পড়ে চরম বিপাকে। কয়েক বছর পুর্বে মারা যায় ওই শিক্ষার্থীর বাবা আতাহার হোসেন। মা গুলনাজ বেগম সেলাইয়ের কাজ করে সন্তানের লেখাপড়া ও কষ্টের সংসার চালাতেন।
আগুনে বই পত্র পুড়ে যাওয়ায় সন্তানের লেখাপড়া নিয়ে মা পড়েন বিপদে। টানা পোড়েন সংসারে হঠাৎ করে কোথায় পাবেন বই কেনার টাকা। তাছাড়া আগুন কেড়ে নিয়েছে তার সবকিছু। এমন দুঃশ্চিন্তায় চোখে ঘুম ছিল না ইরামের মায়ের। যখন দুঃশ্চিন্তা তার মাকে কুঁড়ে কুঁড়ে খেত ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। ওই সংগঠনের সভাপতি নওশাদ আনসারী বই, খাতা, কলম নিয়ে এগিয়ে এলেন তার পাশে।
৯ মার্চ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান ওই শিক্ষার্থীর হাতে তুলে দিলেন শিক্ষা সামগ্রী।
এ সময় সাথে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, উপজেলা প্রকৌশলী এস এম আলী রেজা রাজু, সংগঠনের সদস্য সামিউল ও রাজা।
বই সামগ্রী পেয়ে শিক্ষার্থী ইরাম জানায়,আমাকে খুব আনন্দ লাগছে বই পত্র পেয়ে। ভেবেছিলাম বই এর অভাবে মনে হয় আমার পড়াশোনা আর হবে না। কিন্তু সেটি মিথ্যায় পরিনত হল। সে বলেন এখনও সমাজে ভাল মানুষ আছেন। যারা অসহায়দের পাশে এসে দাঁড়ান। সাহায্য সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com