ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভালুকায় ইউএনও’র যোগদান ও দায়িত্ব গ্রহন

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ৬:০১ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় মাতৃত্বকালীন ছুটি শেষে বৃহস্পতিবার সকালে যোগদান ও দায়িত্ব গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
তিনি ভালুকা উপজেলা ইউএনও হিসেবে ২বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে গতবছর সেপ্টেম্বর মাসে সারা মারিয়াম নামে এক কন্যা সন্তানের জম্ম হয়।পরে তিনি মাতৃত্বকালীন ছুটি গ্রহন করেন।

উল্লেখ পাশের গফরগাঁও উপজেলা ইউএনও আবিদুর রহমান, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ হিল বাকীউল বারী ও সর্বশেষ ভালুকা উপজেলায় কর্মরত সহকারী কমিশনার(ভূমি) সোমাইয়া আক্তার অতিরিক্ত ইউএনওর দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৯মার্চ) সকালে নতুন করে দায়িত্ব গ্রহন করেন ইউএনও সামলা খাতুন।
এসময় ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: