ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বান্দরবানে স্বামীকে হত্যার দ্বায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

বান্দরবান প্রতিনিধি || ৫:০৯ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩

বান্দরবানে স্বামীকে হত্যার দ্বায়ে স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ০৩ই মার্চ জেলার আলীকদম উপজেলায় কুরবান আলী নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের স্ত্রী হাসিনা বেগম ও সাইফুল ইসলামকে আসামী করে নিহতের চাচাতো ভাই এরশাদ মিয়া বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ ২৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সন্দেহজনকভাবে হত্যাকান্ডের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড এবং ঘটনার সাথে জড়িত না থাকায় অপর আসামী সাইফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, আলীকদমে স্বামীকে হত্যার দ্বায়ে সন্দেহ জনক ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় স্ত্রী হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক