ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৬:৫১ অপরাহ্ণ ॥ মার্চ ৯, ২০২৩

পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন ও স্পিড ট্রাস্টের আয়োজনে ও এলআরডির আয়োজনে ‘ডিজিটাল প্রযুক্তি ও উৎভাবন, জেন্ডার বৈষম্য করব নিরসন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম মিঞা, বাউফল প্রেসক্লাবের সভাপতি অমিরুল ইসলাম,এএলআরডি প্রোগ্রাম অফিসার মোঃ সোহেল রানা ও স্পিড ট্রাস্ট ভলান্টিয়ার খাদিজা বেগম প্রমুখ।

সভার সভপাতি ইউএনও আল অমিন বলেন,বর্তমান সরকার নারী বান্ধব। নারীর কর্ম পরিবেশ তৈরির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ায় আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে বিভিন্ন পদে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। এখন নারীরা পিছিয়ে নয়। এক নময় নারীদেরকে অবহেলা করা হতো।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক