সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ || ৯:৩০ অপরাহ্ণ ॥ মার্চ ৮, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায়
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।
এছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) পলাশ চন্দ্র মন্ডল,নারী উদ্যোক্তা শিউলি বেগমসহ অনেকে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,নারী উদ্যোক্তাসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নারী অংশ নেন।