বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন ( বিটিইএসএ) কেন্দ্রিয় কমিটির আয়োজনে শ্রীমঙ্গলে এসোসিয়েশনের কেন্দ্রিয় কার্যালয় প্রাঙ্গনে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে বিটিইএসএ’র নারী কমিটির যুগ্ম আহবায়ক নাজনীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিটিইএসএ’র সভাপতি মো. জাকারিয়া আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান প্রমুখ।
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী কমিটির সদস্য সচিব পিংকি বর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাস, পপি রানী আচার্য, মিতালী রানী রায় প্রমুখ।