ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম সোমা আক্তার (৩০), নিহত দুই সন্তানের নাম অনিয়া (১০) ও অমর (৩)। অগ্নিকাণ্ডে স্বামী অলি প্রামাণিক (৩৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিন সেড ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অলি প্রামাণিক একজন বাস চালক।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক