জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা জামালপুর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, জামালপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরিন সুলতানাসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নারীদের অনেক বেশি সচেতন হতে হবে। বিভিন্ন অনলাইন সাইটে সতর্কতার সাথে প্রবেশ করতে হবে, যেন নিজের কোন তথ্য চুরি না হয়। সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে সংকোচ না করে কর্তৃপক্ষকে খুলে বলার আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *