সুনামগঞ্জে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোল-পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত

সুনামগঞ্জে অপার কৃপা ও ভক্তদের আর্শীবাদ দিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা(দোল-পূর্ণিমা) উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জের ঘোলঘরস্থ শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তণ সংঘের আয়োজনে নন্দদুলাল বাসভবনে,দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে এবং পূর্ব ও পশ্চিম নতুনপাড়ায় বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে চলছে হিন্দু সম্প্রদায়ের নর-নারী আবাল বৃদ্ধ বনিতারা উপবাস থেকে রাধাকৃষ্ণের চরণে পুষ্পাজ্ঞলী অর্পণ করে একে অপরের এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
পরে হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা একে অপরের মুখে আবিরের রঙ্ লাগিয়ে উৎসবে মেতে উঠেন এবং শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও পায়েশের ভোজ সেবা দেয়া হয়।
ঘোলঘরস্থ শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তণ সংঘের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে এ সময় আবির খেলায় অংশগ্রহন করেন সহ সভাপতি দিলীপ রায়, সাধারন সম্পাদক মনমোহন চন্দ(মোহন),সহ-সাধারন সম্পাদক প্রেমানন্দ দাস,কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার,দিগেন্দ্র বৈদ্য,গৌরাঙ্গ দে,দিপু দাস,তপন দাস,সুমন চন্দ,রাকেশ দাস,লিটন বর্মণ,অরুণ বাবু ও নয়ন রায় প্রমুখ।
ভক্তবৃন্দ মনে করেন,শ্রীকৃষ্ণ ভক্তির ধন প্রেমের সম্পদ,তাহারে ভজিলে আর না থাকে আপদ,শ্রীকৃষ্ণ আনন্দ ধর হৃদয়ে বানী,যে জনা ভজয়ে কৃষ্ণ সেই জনাই ধনী। হর্ষে প্রভু কহে শুন স্বরুপ রাম রায়,নাম সংকীর্ত্তণ কলৌ পরশ উপায়। সংকীর্ত্তণ যজ্ঞে কওেরকৃষ্ণ আরাধন,সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরম। নাম সংকীর্ত্তণ হৈতে সর্ব্বানাথ নাশ,সর্ব্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *