শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, বীরমুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেন খাঁন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কর্ন চন্দ্র মল্লিক, মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদ, উপজেলা মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান এমএ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার প্রমুখ।

এর আগে সকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল থানা, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাবসহ অন্যান্য সংগঠন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *