লালমনিরহাট নিরাময় ক্লিনিকেে রমজান মাস জুড়ে খাবার ও পরামর্শ ফ্রি

পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষায় পুরো মাস জুড়ে রোগী ও স্বজনদের খাবার এবং পরামর্শ ফি ফ্রি করেছে লালমনিরহাটের নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টার।

মঙ্গলবার(৭ মার্চ) দুপুরে নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আরব দেশ সমুহে পবিত্র মাহে রমজান মাসে সকল পেশার মানুষ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে রোজাদার ব্যাক্তির জন্য নানান ধরনের সেবা ও পন্য বিক্রিতে বিশেষ সুবিধা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশে ঘটে ঠিক এর উল্টো। রমজান এলেই সকল সেবা ও পন্যের মুল্য বহুগুনে বেড়ে যায়। বর্তমান ঊর্দ্ধমুখি বাজারে রমজানের পবিত্রতা রক্ষায় ব্যাপক সুবিধা ও মুল্যছাড় ঘোষনা দিয়ে প্রশংসায় ভাসছে লালমনিরহাটের বে সরকারী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টার।

আরব দেশ সমুহের আদলে রমজানের পবিত্রতা রক্ষায় এবং রোজাদারদের সম্মানে নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারে বিশেষ সেবা চালুর উদ্যোগ গ্রহন করেছে।

রমজান মাসে ভর্তিকৃত রোগী ও স্বজনদের সেহরী ও ইফতারে খাবারের বেশ সমস্যায় পড়তে হয়। বিশেষ করে সেহরীর খাবারের ব্যবস্থা তেমনটা নেই মফস্বল এ শহরে। তাই ভর্তিকৃত রোগী ও তার স্বজনদের জন্য ইফতার ও সেহরী ফ্রি করার ঘোষনা দিয়েছে এ ক্লিনিক কর্তৃপক্ষ। এজন্য সেখানে একজন বাবুর্চি নিয়োগ করা হয়েছে। প্রতি রোগীর সাথে ৩জন স্বজন ফ্রি খাবেন। তার জন্য কোন বিল গুনতে হবে না। ভর্তিকৃত ছাড়াও চিকিৎসক দেখাতে আসা বহিঃবিভাগের রোগী এবং স্বজন ও গাড়ি, রিক্সা, ভ্যান চালকদের জন্য ফ্রি থাকবে ইফতার সামগ্রী।

এ ক্লিনিকে ভর্তিকৃত রোগীরা পুরো রমজান মাস জুড়ে কেবিন ও বেড ভাড়ায় পাবেন ৫০ শতাংশ মুল্য ছাড়। প্রতি শনিবার ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি ছাড়াই অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখানোর সুযোগ থাকবে। এ ছাড়াও গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ে অপারেশনের ব্যবস্থা থাকবে রমজান মাস জুড়ে।

রমজান উপলক্ষ্যে লালমনিরহাট শহরে প্রথম বারের মত এত বিশাল সুবিধার ঘোষনা দেয়ায় ইতোমধ্যে প্রশংসায় ভাসছে নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টার। এর আগে রোজাদারদের সম্মানে কোন প্রতিষ্ঠান এমন ঘোষনা দেননি জেলা জুড়ে। সোমবার(৬ মার্চ) এসব ঘোষনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রচারনা করায় ব্যাপক সুমান কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। এমন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম বলেন, রমজান মাস জুড়ে রোগী ও স্বজনদের সেহরী ও ইফতার করতে বেশ সমস্যায় পড়তে হয়। তাই আমরা বিনামুল্যে খাবার পরিবেশন করব। এছাড়াও আরব দেশের ন্যায় প্রথম বারের মত ব্যাপক মুল্য ছাড় থাকবে রোগীদের জন্য। তার ক্লিনিকে দৈনিক গড়ে ২৫/৩০জন রোগী ভর্তি থাকেন। মুলত রমজানের পবিত্রতা রক্ষায় এবং রোজাদারদের সম্মানে এ ব্যবস্থা নেয়া হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *