কাহালুতে বীর মুক্তিযোদ্ধা খয়বর রহমান প্রাং এর রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন
হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ || ৫:৫৮ অপরাহ্ণ ॥ মার্চ ৭, ২০২৩
মঙ্গলবার বাদ যোহর বগুড়া জেলা কাহালুর বীর মুক্তিযোদ্ধা মরহুম খয়বর রহমান প্রাং( ৭২) এর কাহালু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ,কাহলু পৌর কাউন্সিল মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোজাম্মেল হোসেন, কাহালু উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলী,বীর মুক্তি যোদ্ধা মোজ্জাম্মেল হোসেন, সহ স্হানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতা মুসল্লীগন।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর নেতৃত্ব কাহালু থানা পুলিশের একটি চৌকিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মরহুম খয়বর রহমান প্রাং কাহালু পৌরসভা পাল্লাপাড়া গ্রামে মরহুম ছাফাতুল্যা এর পুএ। তিনি তার বাস ভবনে গত কাল সোমবার সন্ধ্যায় বাধ্যক জনিত কারনে ইন্তেকাল করেন।