ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুর থানাধীন পোল্ট্রি ও ফিশ ফিড ব্যবসায়- কল্যাণ সমিতির তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
গত শনিবার, ডুগডুগীহাট কলেজ অডিটরিয়ামে পোল্ট্রি ফিশ ফিড ব্যবসায়ী কল্যাণ সমিতির- তৃতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে দেশের প্রোটিন ও আমিষ খাদ্য চাহিদা মিটার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সমিতির মোঃ শহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল তুহিন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন মোঃ আবু আমান কবির, ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ। তিনি বলেন দেশে মানুষের প্রোটিন ও আমিষ খাবার চাহিদা যোগানের ক্ষেত্রে পোল্ট্রি ও ফিশ ফিড ব্যবসায়িরা যথেষ্ট ভ‚মিকা রাখিতেছেন আগামীতে আরো বেশি করে এই চাহিদা ভ‚মিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। মোঃ মনিরুজ্জমান, ওসি তদন্ত নবাবগঞ্জ,দিনাজপুর ,মোঃ আকতার হোসেন, এস আই, হাকিমপুর থানা, দিনাজপুর, মোঃ আবু সুফিয়ান চেয়ারম্যান ৩নং আলীহাট ইউ, পি, হাকিমপুর, দিনাজপুর, মোঃ কবিরুল ইসলাম প্রধান, চেয়ারম্যান ২নং পালশা ইউ,পি, ঘোড়াঘাট, দিনাজপুর, মোঃ বাবুল আহসান কবির (শামিম), চেয়ারম্যান ৬নং ভাদুরিয়া ইউ, পি নবাবগঞ্জ, দিনাজপুর, মোঃ এইসানুল হক পলাশ, অধ্যক্ষ ডুগডুগীহাট কলেজ। এছাড়া উক্ত অনুষ্ঠানে ও আলোচনা সভায় সংগঠনের উক্ত সমিতির উন্নতি ও অগ্রগতির জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ শফিকুল ইসলাম কোষাধক্ষ অত্র সমিতি। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।