পঞ্চগড়ে শিল্প সচিব’র চিনিকল পরিদর্শন

দীর্ঘ দুই বছর ধরে আখ মাড়াই কার্যক্রম বন্ধ রাখা পঞ্চগড় চিনিকল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
সোমবার দুপুরে চিনিকলের অতিথি ভবনে শিল্প সচিব জাকিয়া সুলতানা চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, আখচাষী, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তিনি সবার মতামত মনযোগ সহকারে শোনেন।
সভায় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা পঞ্চগড় চিনিকলের আখ মাড়াই বন্ধের নেতিবাচক প্রভাব এবং আখ মাড়াই শুরু নিয়ে প্রয়োজনীয়তা নিয়ে বিষদভাবে সচিবের সামনে তুলে ধরেন। এ সময় সচিব প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।
পরে তিনি পঞ্চগড় চিনিকলের কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে এই মিলে আখ মাড়াই বন্ধের কারণে এই জেলার আখ পার্শ্ববর্তি ঠাকুরগাঁও চিনিকলে নেয়া হয়। এ কারনে পরিবহণ খরচ অনেক বেড়ে যায়। তিনি আরও বলেন, এই চিনিকলসহ বন্ধ হওয়া অন্যান্য চিনিকল যৌথ ব্যবস্থাপনায় চালু করার কথা ভাবছে সরকার। এতে করে একদিকে আখ চাষ হবে অন্যদিকে অন্য পণ্য ও চাষাবাদ হবে। তবে যৌথ ব্যবস্থাপনা মানেই কোন প্রতিষ্ঠানকে মালিকানা দেওয়া হবে না। শুধুমাত্র লভ্যাংশ নিয়ে চুক্তি হবে। পঞ্চগড় চিনিকলের কারখানার অবস্থা অনেক ভালো। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ উৎপাদন করতে তিনি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চান। প্রতি একরে তিনি অন্তত ৪২ মেট্রিক টন আখ উৎপাদন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, যদি এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় তাহলে আমি প্রধানমন্ত্রীকে পঞ্চগড় চিনিকলে পুনরায় আখ মাড়াই কার্যক্রম চালুর বিষয়ে অনুরোধ করতে পারবো।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *